অাপনি কি কাউকে বেশি ভালবাসছেন? তাহলে জিবনের চরম ভুলটা অাপনিই করেছেন।
কারণ হচ্ছে, অামাদের দেশে একটা প্রবাদ রয়েছে, সস্তা ৩ অবস্থা এই ৩ অবস্থা থেকে যে কোন একটা ছোঁয়াচে অবস্থা অাপনার কাছে পরিবাহিত হবে। অাপনি যাকে বেশি অাপন মনে করে ভালবাসবেন সেই অাপনাকে বেশি কষ্ট দেবে।
একটা কথা মনে রাখবেন, যাকে অাপনি ভালবাসছেন তাকে কখনও বুঝতে দেবেন না, অাপনি তাকে অাপনার নিজের থেকে বেশি ভালবাসেন।
হয়তো অাপনি বলবেন, ভালবাসার মধ্যে ভালবাসা দেওয়া নেওয়া না তাকলে সেটা কি ভালবাসা?
হ্যাঁ অাপনি ঠিক কথাই বলছেন, তবে সেই ঠিকের মধ্যে অন্ধ ভালবাসা ও রয়েছে।
অার একটা কথা, এটা বলতে অামি বাধ্য হচ্ছি অাপনি মেয়েদের যত বেশি ভালবাসবেন তার ছেয়ে বেশি কিছু অাশা তরে,
অার অাপনি তো পৃথিবীর বাইরে অন্য কোন গৃহ থেকে ভালবাসা অানতে পারবেন না। ঠিক এটাই মেয়েরা চাই।
কিছু ছেলে-মেয়ে অাছে ভালবাসার জন্য নিজের অমূল্য সম্পদ জিবনটা দিয়ে দেয় এটা ঠিক না, যে মা-বাবা অাপনাকে এই পৃথিবী মায়া দেখাইল সে মা-বাবার কথা একবার চিন্তা করেননা।
তিলতিল করে একটা সন্তানকে যে
পিতা-মাতা সন্তানটিকে অাজ বড় করেছে। তাদের কথা একবার ভাবেনা হয়ত তাদের মাঝে মায়ের মমত্ববোধটা বিলীন।
তাই শত বার না ভেবে ঠান্ডা মাথায় শুধু একবার ভেবে দেখুন?
অার "পৃথিবীর সবছেয়ে বড় অাদালত মানুষের বিভেক"
তাই যেটা করবে, একটু ভেবে চিন্তে করলে। সব ঠিক থাকবে
।