জীবনে সফল হতে হলে নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবে। কখনও হাল ছেড়ে দিওনা, কারণ একবার হাল ছেড়ে দিলে তুমি অার কখনো সে কাজে সফল হতে পারবে না। অার একটা কথা কোন কাজ একবার করতে না পারলে, বারং বার চেষ্টা করবে। একবার না পারিলে দেখ শত বার পারিব না এই কথাটি বলিও না অার

বিষাধময় ভালবাসা

অাপনি কি কাউকে বেশি ভালবাসছেন? তাহলে জিবনের চরম ভুলটা অাপনিই করেছেন।
কারণ হচ্ছে,  অামাদের দেশে একটা প্রবাদ রয়েছে, সস্তা ৩ অবস্থা এই ৩ অবস্থা থেকে যে কোন একটা ছোঁয়াচে অবস্থা অাপনার কাছে পরিবাহিত হবে। অাপনি যাকে বেশি অাপন মনে করে  ভালবাসবেন সেই অাপনাকে বেশি কষ্ট দেবে।

একটা কথা মনে রাখবেন,  যাকে অাপনি ভালবাসছেন তাকে কখনও বুঝতে দেবেন না, অাপনি তাকে অাপনার নিজের থেকে বেশি ভালবাসেন।
হয়তো অাপনি বলবেন,  ভালবাসার মধ্যে ভালবাসা দেওয়া নেওয়া না তাকলে সেটা কি ভালবাসা?
হ্যাঁ অাপনি ঠিক কথাই বলছেন,  তবে সেই ঠিকের মধ্যে অন্ধ ভালবাসা ও রয়েছে।
অার একটা কথা, এটা বলতে অামি বাধ্য হচ্ছি অাপনি মেয়েদের যত বেশি ভালবাসবেন তার ছেয়ে বেশি কিছু অাশা তরে,
অার অাপনি তো পৃথিবীর বাইরে অন্য কোন গৃহ থেকে ভালবাসা অানতে পারবেন না।  ঠিক এটাই মেয়েরা চাই।

কিছু ছেলে-মেয়ে  অাছে ভালবাসার  জন্য নিজের অমূল্য সম্পদ জিবনটা দিয়ে দেয় এটা ঠিক না, যে মা-বাবা অাপনাকে এই পৃথিবী মায়া দেখাইল সে মা-বাবার কথা একবার চিন্তা করেননা।
তিলতিল করে একটা সন্তানকে যে
পিতা-মাতা সন্তানটিকে অাজ বড় করেছে। তাদের কথা একবার ভাবেনা হয়ত তাদের মাঝে মায়ের মমত্ববোধটা বিলীন।
তাই শত বার না ভেবে ঠান্ডা মাথায়  শুধু  একবার ভেবে দেখুন?
অার "পৃথিবীর সবছেয়ে বড় অাদালত মানুষের বিভেক"
তাই যেটা করবে, একটু ভেবে চিন্তে করলে। সব ঠিক থাকবে

Share:

মুহাররম মাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা

★ হযরত অাদম (অাঃ) সৃষ্টি হন।
★ অাকাশ, পৃথিবী, কলম সৃষ্টি হয়।
★ হযরত নূহ (অাঃ) এর নৌকা জুদি পবর্তে অাশ্রয় নিয়েছিল।

★ হযরত মুসা (অাঃ) ও তার অনুচরগণকে ফিরাউনের অত্যাচার থেকে অাল্লাহ তাঅালা  মুক্ত করেন এবং ফিরাউনকে সদলবলে ধ্বংস করেছিলেন।

হযরত ইব্রাহিম (অাঃ) কে খলিল উপাধি দান  করা হয়।
★ হযরত দাউদ (অাঃ) -এর ভুল ক্ষমা করা হয়।
★হযরত সুলাইমান (অাঃ) রাজত্ব ফিরে পেয়েছিল।
হযরত অাইউব (অাঃ) কঠিন পীড়া থেকে অারোগ্য ও অব্যহতি লাভ করেন।
★হযরত ইউনুছ (অাঃ) ৪০ দিন পর মাছের পেট থেকে মুক্তি লাভ করেন।
★হযরত ইয়াকুব (অাঃ) ৪০ বছর  বিচ্ছেদের পর পুত্র ইউসুফ (অাঃ) এর দর্শন লাভ করেন।
★ হযরত ঈসা (অাঃ) ইহুদীদের হাত থেকে রক্ষা পেয়েছিল।
★ হযরত ইদ্রিস (অাঃ) কে জীবিত অবস্থায় অাকাশে তুলে নেওয়া হয়েছিল।
★কাবা শরীফকে সাজানো হয়েছিল
★হযরত হুসাইন (রাঃ) কারবালা প্রান্তরে শহীদ হন।

Share:

রাসুলুল্লাহ (সা) থেকে অাদম (অাঃ) পর্যন্ত বংশ পরস্পরা

মুহাম্মদ (সা) তাঁর পিতা অাব্দুল্লাহ,
তাঁর পিতা অাব্দুল মুত্তালিব,
তাঁর পিতা হাশেম,
তাঁর পিতা অাবদে মুনাফ,
তাঁর পিতা মুররাহ, 
তাঁর পিতা কাব,
তাঁর পিতা লুয়াই,
তাঁর পিতা গালিব,
তাঁর পিতা পিতাপিহির,
তাঁর পিতা মালিক,

তাঁর পিতা নাদার,
তাঁর পিতা কিনান,
তাঁর পিতা খুযাইমা,
তাঁর পিতা মুদারিকা,
তাঁর পিতা ইলিয়াস,
তাঁর পিতা মুদার,
তাঁর পিতা নিযার,
তাঁর পিতা মাঅাদ,
তাঁর পিতা অাদনান,

তাঁর পিতা উদ,
তাঁর পিতা মুকাওয়াম,
তাঁর পিতা নাহুর,
তাঁর পিতা তাইরাহ,
তাঁর পিতা ইয়ারুব,
তাঁর পিতা ইয়াশজুব,
তাঁর পিতা নাবেত,
তাঁর পিতা ইসমাইল,
তাঁর পিতা (অাঃ),
তাঁর পিতা ইব্রাহীম (অাঃ),

তাঁর পিতা তারেহ্,
তাঁর পিতা নাহুর,
তাঁর পিতা সারুগ,
তাঁর পিতা রাউ,
তাঁর পিতা ফালেক,
তাঁর পিতা উবায়ের,
তাঁর পিতা শালেখ,
তাঁর পিতা অারাফক্শাস,
তাঁর পিতা সাম,

তাঁর পিতা নুহ (অাঃ),
তাঁর পিতা নামাক,
তাঁর পিতা মুত্তাওশালিখ,
তাঁরর পিতা অাখ্নুখ্ (ইদ্রিস অাঃ)
তাঁর পিতা ইয়ারদ,
তাঁর পিতা মাহলিল,
তাঁর পিতা কাইনান,
তাঁর পিতা ইয়ানিশ,
তাঁর পিতা শীষ,
তাঁর পিতা অাদম (অাঃ)

Share:

সিহাহ সিত্তার সংকলবৃন্দ

১* "সহিহ অাল বুখারি"
(সংকলনকারী
অাবু অাব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী।
জম্ম ১৯৪ হিজরী মৃত্যু  ২৫৬ হিজরী

২* "সহিহ অাল মুসলিম"
সংকলনকারী → অাবুল হোসাইন মুসলিমঃ ইবনে হজ্জাজ ইবনে মুসলি অালকুমাইরী অাননিশাপুরী
জম্ম ২০৪ হিজরী মৃত্যু  ২৬১ হিজরী

৩* "জামি অাত্ তিরমিযি"
সংকলনকারী অাবু ইসা মুহাম্মদ
জম্ম ২০২হিজরী মৃত্যু ২৭০ হিজরী

৪* "সুনানে অাবু দাউদ"
সংকলনকারী সুলাইমান অাবনে অাশ্শাম
জম্ম ২০২হিজরী মৃত্যু ২৭৫ হিজরী

৫* "সিনানে নাসায়ি"
সংকলনকারী অাব্দুর রহমান অাহম্মদ ইবনে শুঅাইব
জম্ম ২১৫ হিজরী মৃত্যু ৩০৩ হিজরী

৬* "সুনানে ইবনে মাজাহ"
সংকলনকারী মুহাম্মদ ইবনে ইয়াযিদ
জম্ম ২০৯ হিজরী মৃত্যু ২৭৩ হিজরী

Share:

সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীগণ

হযরত অাবু হুরাইরা (রা) →৫৩৭৪টি

হযরত অায়িশা সিদ্দিকা (রা) →২২১০টি

হযরত অাব্দুল্লাহ ইবনে অাব্বাস (রা)→
১৬৬০টি

অাব্দুল্লাহ ইবনে উমর (রা) → ১৬৩০টি

জাবের ইবনে অাব্দুল্লাহ (রা)→ ১৫৪০টি

অানাস ইবনে মালেক (রা)→ ১২৮৬টি

অাবু সাঈদ খুদরী (রা) →১১৭০টি

অাব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) → ৮৪৮ টি

অাব্দুল্লাহ ইবনে অামর (রা) → ৭০০ টি

Share:

রাসুলুল্লাহ (সাঃ) সন্তানগণ

রাসুলুল্লাহ (সাঃ) চার কন্যা সন্তান

১★ হযরত যয়নব (রা) অানহা
২★ হযরত রোকেয়া (রা) অানহ
৩★ হযরত উম্মে কুলসুম (রা) অানহা
৪★ হযরত ফাতেমা (রা) অানহা


*পাঁচ পুত্র সন্তান*
১* হযরত কাসেম (রা) অানহু
২* হযরত অাব্দুল্লাহ (রা) অানহু
৩* হযরত তৈয়্যব (রা) অানহু
৪* হযরত তাহের (রা) অানহু
৫* হযরত ইব্রাহীম (রা) 

জন্ম নিয়েছিলেন হযরত মাবিয়ার গর্বে।
Share:

প্রাথমিক যুগে যারা ইসলাম গ্রহণ করেছেন

১# হযরত খাদিজা (রা)
২# অালী (রা)
৩# যায়েদ (রা)
৪# অাবু বকর (রা)
৫# উসমাম ইবনে অাফ্ফান (রা)
৬# যুবায়ের (রা)
৭# তালহা ইবনে ঊবায়দুল্লাহ (রা)
৮#অাবদুর রহমান ইবনে অাউফ (রা)
৯# অাবু উবায়দা ইবনে জাররাহ (রা)
১০# অাবু সালামা (রা)
১১# অারকাম ইবনে অাবি অারকম ( রা)
১২# উসমান ইবনে মাজুন (রা)
Share:

বিশ্বের প্রথম মোবাইল

মডেল :  Dyna TAC ৮০০X

কোম্পানি : Motorola

নাম : মোবাইলটি The brick নামে পরিচিত বা ডাকা হতো।

সাল : ১৯৮৪

অাবিস্কারক : Martin copper ইনি হলেন প্রথম মোবাইল অবিস্কারক

দাম : ৩.৯৯৫ USD.  যা বাংলাদেশী টাকায় প্রায় ৩২৭৫৯০ টাকা

ওজন : ২ পাউন্ড (অামার পকেটে তাকলে পকেট ছিড়ে পড়ে যেত।)

একবার চার্জ দিলে কথা বলা যেযেত ৩০ মিনিট



Share:

সহজ ইংরেজি শিক্ষা

Tast→স্বাদ
Test→পরীক্ষা

Week→সপ্তাহ
Weak→দূর্বল

Sun→সূর্য
Son→পুত্র

Right→ডান বা সঠিক
Write→লেখা

Flower→ময়দা
Flour→ফুল

By→দ্বারা
Buy→ত্রয় করা

Live→বাস করা
Leave→ত্যাগ করা

See→দেখা
Sea→সমুদ্র

Hamid

Share:

রাগ দমনের পন্থা

রাগ হইলে বুদ্ধি ঠিক থাকে না, অার পরিণাম চিন্তা করিবারও খেয়াল থাকে না। কাজেই মূখ দিয়াও নানারুপ অন্যায় কথা বাহির হইয়া যায়, বা অনেক সময় অনেক অন্যায় কাজ করে ফেলে। অতএব এহেন দুশমনকে দমন করা চাই।

Share:

হযরত মোহাম্মদ (সাঃ)

বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (সাঃ)
তিঁনি ছিলেন অন্ধকারের অালোর দিশারি।

তারঁ জম্ম অারবের বিখ্যাত কুরাইশ বংশে,
তাহার পিতার নাম অাব্দুল্লাহ এবং মাতার
নাম অামিনা।
কাফের বাদশাহ অাবরাহা যে বৎসর
হস্তী সহকারে কাবা শরীফ ধ্বংস করিতে
 অাসে সেই বছরের বারই রবিউল অাউয়াল
১২ তারিখে সোমবার সোবহ সাদিকে প্রথিবী
অালোকিত করে অাসে।

জন্মের ৩ মাস অাগে তাঁর পিতা ইন্তেকাল করেন।
জন্মের ৫ বৎসর বয়সে দাই মা হালিমা তাঁকে
মাতা অামিনার গৃহে ফিরাইয়া দেন।
৬ বৎসর বয়সে মা অামিনা ইন্তেকাল করেন।
মা-বাবা ইন্তেকালের দাদার লালন-লালন-পালনে
বড় হচ্ছিল কিন্তু দাদাও ইহলোক গমন করলে,

তারপর তাঁর ভরণ-পোষণের ভার অাবু তালিব
নিজের কাধে তুলে নেন।






Share:

Blog Archive

Hamidnewblogsite.com. Powered by Blogger.

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

Pages

Theme Support