যে নমরুদ হযরত ইব্রারাহীম (আঃ) অগ্নিতে নিক্ষেপ করিয়াছিল,তাহার এক কন্যার নাম রেয়'যা। হযরত ইব্রনাহীম (আঃ) কে ভীষণ অগ্নি-কুন্ড নিক্ষেপ করা হইল। শত শত লোক উহা দেখিবার জন্য ভিড় করিল। নমরুদের কন্যাও একটি উঁচুস্হানে চড়িয়া এই দৃশ্য দেখিতেছিল।সে দেখিল, এই ভীষণ প্রজ্বলিত অগ্নি হযরত ইব্ররাহীমের লোম ও স্পর্শ করিতেছে না তৎক্ষণাৎ সে উচ্চৈঃস্বরে জিজ্ঞাসা করিলঃ ওহে ইব্ররাহীম! তোমাকে অগ্নি কেন জ্বালাইতেছে না? উত্তরে খালীলুল্লাহ্ বলিলেনঃ ঈমানের বরকতেই আল্লাহু তায়াআলা আমাকে অগ্নি হইতে রক্ষা করিতেছেন। তখন রেয়'যা বলিয়া উঠিলঃ আপনার অনুমতি পাইলে এক্ষুনি আমি অগ্নিতে প্রবেশ করিব।হযর ইব্ররাহীম (আঃ) বলিলেন, তুমি লা- ইলাহ ইল্লাল্লহ্ ইব্ররাহীম খালীলুল্লাহ্ বলিয়া এখানে চলিয়া আস। তৎক্ষণাৎ সে কলেমা পড়িয়া অগ্নিতে প্রবেশ করিল, অগ্নি তাঁহাকে স্পর্শ করিল না। রেয়'যা অগ্নি হইতে বাহির হইয়া তাহার বাবা নমুরদকে ভাল-মন্দ অনেক কিছুই বলিলেন। ইহাতে ক্ষুব্ধ হইয়া নমুরদ তাঁহার উপর অকথ্য অত্যাচার নির্যাতন করিল।
0 মন্তব্য(গুলি):
Post a Comment