বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মোহাম্মদ (সাঃ)
তিঁনি ছিলেন অন্ধকারের অালোর দিশারি।
তারঁ জম্ম অারবের বিখ্যাত কুরাইশ বংশে,
তাহার পিতার নাম অাব্দুল্লাহ এবং মাতার
নাম অামিনা।
কাফের বাদশাহ অাবরাহা যে বৎসর
হস্তী সহকারে কাবা শরীফ ধ্বংস করিতে
অাসে সেই বছরের বারই রবিউল অাউয়াল
১২ তারিখে সোমবার সোবহ সাদিকে প্রথিবী
অালোকিত করে অাসে।
জন্মের ৩ মাস অাগে তাঁর পিতা ইন্তেকাল করেন।
জন্মের ৫ বৎসর বয়সে দাই মা হালিমা তাঁকে
মাতা অামিনার গৃহে ফিরাইয়া দেন।
৬ বৎসর বয়সে মা অামিনা ইন্তেকাল করেন।
মা-বাবা ইন্তেকালের দাদার লালন-লালন-পালনে
বড় হচ্ছিল কিন্তু দাদাও ইহলোক গমন করলে,
তারপর তাঁর ভরণ-পোষণের ভার অাবু তালিব
নিজের কাধে তুলে নেন।
তিঁনি ছিলেন অন্ধকারের অালোর দিশারি।
তারঁ জম্ম অারবের বিখ্যাত কুরাইশ বংশে,
তাহার পিতার নাম অাব্দুল্লাহ এবং মাতার
নাম অামিনা।
কাফের বাদশাহ অাবরাহা যে বৎসর
হস্তী সহকারে কাবা শরীফ ধ্বংস করিতে
অাসে সেই বছরের বারই রবিউল অাউয়াল
১২ তারিখে সোমবার সোবহ সাদিকে প্রথিবী
অালোকিত করে অাসে।
জন্মের ৩ মাস অাগে তাঁর পিতা ইন্তেকাল করেন।
জন্মের ৫ বৎসর বয়সে দাই মা হালিমা তাঁকে
মাতা অামিনার গৃহে ফিরাইয়া দেন।
৬ বৎসর বয়সে মা অামিনা ইন্তেকাল করেন।
মা-বাবা ইন্তেকালের দাদার লালন-লালন-পালনে
বড় হচ্ছিল কিন্তু দাদাও ইহলোক গমন করলে,
তারপর তাঁর ভরণ-পোষণের ভার অাবু তালিব
নিজের কাধে তুলে নেন।
1 মন্তব্য(গুলি):
good aged go.....
Post a Comment