জীবনে সফল হতে হলে নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবে। কখনও হাল ছেড়ে দিওনা, কারণ একবার হাল ছেড়ে দিলে তুমি অার কখনো সে কাজে সফল হতে পারবে না। অার একটা কথা কোন কাজ একবার করতে না পারলে, বারং বার চেষ্টা করবে। একবার না পারিলে দেখ শত বার পারিব না এই কথাটি বলিও না অার

22 তম BCS বাছাই পরিক্ষার প্রশ্ন

1/ বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ?
উত্তরঃ ৩০ বছর

2/ বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী কোন শিল্প?
উত্তরঃ তৈরি পোশাক

3/ কুমিল্লা বার্ড (BARD) এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ অাখতার হামিদ খান

4/ ছয় দফা দাবি প্রথম কোথায় উৎথাপন করা হয়?
উত্তরঃ লাহোরে

5/ বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তরঃ কর্ণওয়ালিস

6/ বাংলাদেশে সবচেয় উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ পঞ্চগড়

7/ সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সুরমা

8/ বাংলাদেশে লোক শিল্প যাদুগর কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনারগাঁ

9/ বাংলাদেশে বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
উত্তরঃ সিলেটেরর

10/ মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেন?
উত্তরঃ এগার

11/ ইসলামী সংস্থা হেড কোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায়? 
উত্তর: জেদ্দা

12/  বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে?
উত্তর: 1974

13/ অম্যত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
উত্তর: দূর্ভিক্ষ ও দারিদ্র্য

1৪/ জোট নিরপেক্ষ অান্দোলন (NAM) এর অাগামী শীর্ষ সম্মেলন কোন শহরে  অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৯ মিশরের কায়রোতে

15/ উপসাগরীয় সহযোগীতা পরিষদ (G.C.C) এর সদস্য সংখ্যা জত?
উত্তর: ৬

16/ BIMSTEC  কি ধরনের সংগঠন?
উত্তরঃ অর্থনৈতিক

17/  সার্ক কোন সালে কোথায় অনুষ্ঠিতত হয়?
উত্তর: 1985 তে ঢাকায়

18/ জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: 192 টি

19/ বাংলাদেশ কত বার নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে?
উত্তর : 2 বার

20/  বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
উত্তর: 137

21/ বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করে?
উত্তর: সাধারণ পরিষদের অধিবেশনে.

22/ মুক্তিযোদ্ধের বিজয়ের দিন অাত্মসমপর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
উত্তর :এয়ার কমোডর  এ কে খন্দকার

23/  রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটি ওজন কত?
উত্তর : 13. 900

24/ ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের মতো বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উঃ সোমালিয়া

25/ "বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি 2000" রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে বিশ্বে শির্ষ রয়েছে কোন দেশে?               
 উঃ পাপুয়া নিউগিনি

26/ 2000 সালের নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন কে?
উঃ প্রেসিডেন্ট কিম দায়ে জং

27/ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উঃ এশিয়া

28/ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র কবে জারি করা হয়?
উঃ ১০ এপ্রিল,  ১৯৭১

29/ হেলসিংকি কোন দেশের রাজধানী?
উঃ ফিনল্যান্ড

30/ কোন অারব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বকৃতি প্রদান করে?
উঃ ইরাক

31/  সোনালী অাঁশের দেশ কোনটি?
উঃ বাংলাদেশ

32/  বাংলা একাডেমীর মূল ভবনের নাম কি?
উঃ বর্ধমান হাউস

33/  ঢাকা বিভাগে কয়টি জেলা অাছে?
উঃ ১৭ টি

34/ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ ১৯২১ সালে

35/  সুইডেনের মুদ্রার নাম কি?
উঃ ত্রুোনা

36/  NAM এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উঃ ১১৮ টি

37/  কমনওয়েলথ সেত্রুেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?
উঃ মার্লবোরো হাউস

38/  সতীদাহ প্রথা কবে রহিত করা হয়?
উঃ ১৮২৯ সালে

39/  প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ কাঠমুন্ডু

40/ দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
উঃ লালমনিরহাট 

Share:

21 তম BCS বাছাই পরিক্ষার প্রশ্ন

1/ বাংলাদেশে সিভিল সার্ভিসের  (B.C
S) ক্যাডার কয়টি?
উত্তরঃ ২৮ টি

2/ বাংলাদেশে সংবিধানে কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমত পায়?
উত্তরঃ ২৮ (৪)

3/ প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?

উত্তরঃ প্রধান বিচারপতি নিয়োগ ।

4/ বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?
উত্তরঃ 93 হাজার যুদ্ধবন্দী বিচার ।

5/  ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
উত্তরঃ 1610 খ্রিস্টাব্দে

6/ যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কত টি?
উত্তরঃ 50 টি

7/ জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
উত্তঃ 60 জনে।

8/ জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?
উত্তরঃ 215 একর

9/  সংসদ ভবনের স্থপতি কে?
উত্তরঃ লুই আই কান।

10/ তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়?
উত্তরঃ 27 শে মার্চ 1996

11/ ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তরঃ নয়াদিল্লি

12/ পদ্মা ও যমুনা  কোথায় মিলিত হয়েছে?
উত্তরঃ গোয়ালন্দ

13/ বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
উত্তরঃ 1957 সালে।

14/ লাল সালু উপন্যাসটির লেখক কে?
উত্তরঃ সৈয়দ ওয়ালি উল্লাহ

15/  বাংলাদেশের ফরায়েজি অান্দোলনের প্রবক্তা কে?
উত্তরঃ হাজী শরিয়ত উল্লাস।

16/  বর্তমানে বাংলাদেশে গড়পড়তা মাথা পিছু অায় কত মার্কিন ডলার?
উত্তরঃ ৫৯৯ মার্কিন ডলার

17/  ঐতিহাসিক ২১ দফা দাবীর প্রথম দফা কি ছিল?
উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা।

18/ বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
উত্তরঃ তৈরি পোশাক খাত।

19/  সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
উত্তরঃ মালদ্বীপ

20/  OPEC ভুক্ত দেশ কয়টি?
উত্তরঃ ১২ টি

21/ জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ সালে

22/ নর্থ অাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৯ সালে।

23/  নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি?
উত্তরঃ অাফ্রিকান ন্যাশনাল কংগ্রেস.

24/  পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত তারিখে এবং কোন বছর  স্বাক্ষরিত হয়?
উত্তরঃ 2 ডিসেম্বর 1997

25/  ইন্দোনেশীয়ার নতুন রাষ্টপতির নাম কি?
উত্তরঃ সুসিলো বামবং ইউধোয়োনো।

26/ সাম্প্রতিক কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিস্কার করা হয়েছে?
উত্তরঃ পাকিস্তান

27/  দক্ষিণ এশীয় দেশগুলো কবে সাপ্টা চুক্তি সই করে?
উত্তরঃ 1993

28/   শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ সিডনী।

29/  কোন চুক্তিতে পারমাণবিক পরিক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?
উত্তরঃ সিটিবিটি (CTBT)

30/  কতটি দেশ জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
উত্তরঃ 51 টি

31/  বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ অাফ্রিকা.

32/  বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
উত্তরঃ জাপান।

33/   গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
উত্তরঃ উন্নয়নশীল

34/  1999 সালে নোবেল সাহিত্য পুরষ্কার পেয়েছেন?
উত্তরঃ গুন্টার গ্রাস।

35/ বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে অংশ নিয়েছিল?
উত্তরঃ লস এন্ঞ্জেলস।

36/ অাইফে টাওয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ প্যারিসে।

37/ অন্তর্জাতিক অাণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ভিয়েনায়।

38/ 1991 সালে বেইজিং -এ অনুষ্ঠিত ৪র্থ বিশ্ব নারী সম্মেলন মুল স্লোগান কি ছিল?
উত্তরঃ নারীর দূষ্টিতে বিশ্বকে দেখ?

39/ ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? উত্তরঃ রিও-ডি- জেনিরো

40/ কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম বাঁচে? উত্তরঃ বাংলাদেশ।

Share:
Hamidnewblogsite.com. Powered by Blogger.

Labels

Recent Posts

Unordered List

Pages

Theme Support