জীবনে সফল হতে হলে নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবে। কখনও হাল ছেড়ে দিওনা, কারণ একবার হাল ছেড়ে দিলে তুমি অার কখনো সে কাজে সফল হতে পারবে না। অার একটা কথা কোন কাজ একবার করতে না পারলে, বারং বার চেষ্টা করবে। একবার না পারিলে দেখ শত বার পারিব না এই কথাটি বলিও না অার

22 তম BCS বাছাই পরিক্ষার প্রশ্ন

1/ বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ?
উত্তরঃ ৩০ বছর

2/ বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী কোন শিল্প?
উত্তরঃ তৈরি পোশাক

3/ কুমিল্লা বার্ড (BARD) এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ অাখতার হামিদ খান

4/ ছয় দফা দাবি প্রথম কোথায় উৎথাপন করা হয়?
উত্তরঃ লাহোরে

5/ বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তরঃ কর্ণওয়ালিস

6/ বাংলাদেশে সবচেয় উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ পঞ্চগড়

7/ সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সুরমা

8/ বাংলাদেশে লোক শিল্প যাদুগর কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনারগাঁ

9/ বাংলাদেশে বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
উত্তরঃ সিলেটেরর

10/ মুক্তিযুদ্ধ কালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেন?
উত্তরঃ এগার

11/ ইসলামী সংস্থা হেড কোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায়? 
উত্তর: জেদ্দা

12/  বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে?
উত্তর: 1974

13/ অম্যত সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
উত্তর: দূর্ভিক্ষ ও দারিদ্র্য

1৪/ জোট নিরপেক্ষ অান্দোলন (NAM) এর অাগামী শীর্ষ সম্মেলন কোন শহরে  অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৯ মিশরের কায়রোতে

15/ উপসাগরীয় সহযোগীতা পরিষদ (G.C.C) এর সদস্য সংখ্যা জত?
উত্তর: ৬

16/ BIMSTEC  কি ধরনের সংগঠন?
উত্তরঃ অর্থনৈতিক

17/  সার্ক কোন সালে কোথায় অনুষ্ঠিতত হয়?
উত্তর: 1985 তে ঢাকায়

18/ জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: 192 টি

19/ বাংলাদেশ কত বার নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে?
উত্তর : 2 বার

20/  বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
উত্তর: 137

21/ বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করে?
উত্তর: সাধারণ পরিষদের অধিবেশনে.

22/ মুক্তিযোদ্ধের বিজয়ের দিন অাত্মসমপর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
উত্তর :এয়ার কমোডর  এ কে খন্দকার

23/  রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটি ওজন কত?
উত্তর : 13. 900

24/ ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের মতো বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উঃ সোমালিয়া

25/ "বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি 2000" রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে বিশ্বে শির্ষ রয়েছে কোন দেশে?               
 উঃ পাপুয়া নিউগিনি

26/ 2000 সালের নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন কে?
উঃ প্রেসিডেন্ট কিম দায়ে জং

27/ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উঃ এশিয়া

28/ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র কবে জারি করা হয়?
উঃ ১০ এপ্রিল,  ১৯৭১

29/ হেলসিংকি কোন দেশের রাজধানী?
উঃ ফিনল্যান্ড

30/ কোন অারব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বকৃতি প্রদান করে?
উঃ ইরাক

31/  সোনালী অাঁশের দেশ কোনটি?
উঃ বাংলাদেশ

32/  বাংলা একাডেমীর মূল ভবনের নাম কি?
উঃ বর্ধমান হাউস

33/  ঢাকা বিভাগে কয়টি জেলা অাছে?
উঃ ১৭ টি

34/ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ ১৯২১ সালে

35/  সুইডেনের মুদ্রার নাম কি?
উঃ ত্রুোনা

36/  NAM এর বর্তমান সদস্য সংখ্যা কত?
উঃ ১১৮ টি

37/  কমনওয়েলথ সেত্রুেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?
উঃ মার্লবোরো হাউস

38/  সতীদাহ প্রথা কবে রহিত করা হয়?
উঃ ১৮২৯ সালে

39/  প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ কাঠমুন্ডু

40/ দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
উঃ লালমনিরহাট 

Share:

0 মন্তব্য(গুলি):

Hamidnewblogsite.com. Powered by Blogger.

Labels

Recent Posts

Unordered List

Pages

Theme Support