1/ বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কয়টি?
উঃ বর্তমানে ২৮ টি
2/ বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
উঃ তৈরি পোশাক
3/ ইন্দোনেশীর নতুন রাষ্ট্রপতির নাম কি?
উঃ সুসিলো বামবং ইউধোয়োনো
4/ এটমিক সংখ্যা একই হওয়া সত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদের বলা হয়?
উঃ অাইসোটোপ
5/ মুক্তিযুদ্ধককালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উঃ ১১ টি
6/ ১৯৭৫ সালের ১৫ অাগষ্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীরর প্রধান কে ছিলেন?
উঃ মেজর জেনারেল কে. এম. শফিউল্লাহ
7/ Food and Agricultural Organization এর সদর দপ্তর কোথায়?
উঃ রোম
8/ The Asian Drama গ্রন্থের রচয়িতা কে?
উঃ গুনার মিরডাল
9/ নিম্নলিখিত শহরের কোনটি অালবেনিয়ার রাজধানী?
উঃ তিরানা
10/ IFC বলতে কি বোঝায়?
উঃ ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন
11/ Organization of Africa unity কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1963 সালে
12/ বান্দুং কোথায় অবস্থিত?
উঃ ইন্দোনেশীয়া
13/ পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উঃ অাটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
14/ ইসরাইল কত সালে জেরুজালেম দখল করেছিল?
উঃ 1967 সালে
15/ 'Non-fly zone' কোন দেশে অবস্থিত?
উঃ ইরাক
16/ মাইকেল অ্যাঞ্জেলা কোন দেশের শিল্পী?
উঃ ইতালি
17/ ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
উঃ চীন ও ভারত
0 মন্তব্য(গুলি):
Post a Comment