1/ অন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী 'প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়-
1928 সনের, 27 আগস্ট।
2/ যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয় বিষয়ে 1949 সনের জেনেভা কনভেনশনসমূহ
অভিহিত-
'4 টি রেডক্রস কনভেশন' নামে।
3/
স্হায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
হেগে।
4/
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন ্য চুক্তি স্বাক্ষরিত হয়?
1950 সনে।
5/ ইসিএ- এর সদর দপ্তর কোথায়?
আদ্দিস আবাবা।
6/ ' ডেটন শান্তি চুক্তি' স্বাক্ষরিত হয়-
21 নভেম্বর,1995 সালে।
7/ কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে?
রোম চুক্তি।
8/ MIGA কখন গঠিত হয়?
সালে।
9/ বিখ্যাত ল্যাগুমার্ক টাওয়ার অবস্হিত-
টোকিওতে।
10/ ' হ্যারি পটার' কি?
সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই।
11/ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
মেসোপটেমিয়ায়।
12/ ওআইসি- এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
তুরস্ক।
13/ বিশ্ব বাণিজ্য সংস্হার ৫ মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
সেপ্টেম্বর 2003 মেক্সিকোর কানকুন।
14/ নিকারাগুয়ার" কন্ট্রা" বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
যুক্তরাষ্ট্র।