জীবনে সফল হতে হলে নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবে। কখনও হাল ছেড়ে দিওনা, কারণ একবার হাল ছেড়ে দিলে তুমি অার কখনো সে কাজে সফল হতে পারবে না। অার একটা কথা কোন কাজ একবার করতে না পারলে, বারং বার চেষ্টা করবে। একবার না পারিলে দেখ শত বার পারিব না এই কথাটি বলিও না অার

24 তম (BCS) বাছাই পরিক্ষা

1/ অন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী 'প্যারিস প্যাক্ট' স্বাক্ষরিত হয়-
1928 সনের, 27 আগস্ট।

2/ যুদ্ধ ও সশস্ত্র  সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয় বিষয়ে 1949 সনের জেনেভা কনভেনশনসমূহ
অভিহিত-
  '4 টি রেডক্রস কনভেশন' নামে।
3/
স্হায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
হেগে।
4/
মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন ্য চুক্তি স্বাক্ষরিত হয়?
1950 সনে।
5/ ইসিএ- এর সদর দপ্তর কোথায়?
আদ্দিস আবাবা।
6/ ' ডেটন শান্তি চুক্তি' স্বাক্ষরিত হয়-
21 নভেম্বর,1995 সালে।
7/ কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে?
রোম চুক্তি।
8/  MIGA কখন গঠিত হয়?

সালে।
9/ বিখ্যাত ল্যাগুমার্ক টাওয়ার অবস্হিত-
টোকিওতে।
10/ ' হ্যারি পটার' কি?
সাম্প্রতিককালে সর্বাধিক বিক্রীত একটি শিশুতোষ বই।
11/ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
মেসোপটেমিয়ায়।
12/ ওআইসি- এর বর্তমান মহাসচিব কোন দেশের  নাগরিক?
তুরস্ক।
 13/ বিশ্ব বাণিজ্য  সংস্হার ৫ মিনিস্টারিয়াল  কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?
সেপ্টেম্বর 2003 মেক্সিকোর কানকুন।
14/ নিকারাগুয়ার" কন্ট্রা" বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
যুক্তরাষ্ট্র।
   

Share:

0 মন্তব্য(গুলি):

Hamidnewblogsite.com. Powered by Blogger.

Labels

Recent Posts

Unordered List

Pages

Theme Support