HSC/Alim
#Bangla_1st
📚 অাহবান গল্পে গুরুত্বপূর্ণ চরিত্র 📚
গোপাল>>>লেখক, গল্প কথক
চক্কোত্তি মশাই >>> লেখকের বাবার পুরাতন বন্ধু
নাত জামাই >>> বুড়ির একমাত্র রক্ত সম্পর্কীয় অাত্বীয়
জ্ঞাতি খুড়ো >>>লেখকের অাত্বীয়, তার বাসায় লেখক থাকতেন
জমির >>> বুড়ির স্বামী (পশায় করাতি)
হাজরা ব্যাটার বউ >>> বুড়ির পাতানো মেয়ে
অাবেদালি >>> লেখকের সহপাঠি
গনি >>> অাবেদালি ছেলে
শুকর মিয়া >>> লেখককে বুড়ির কবরে মাটি দিতে বলেছিল
অাবদুল, নসর >>>বুড়িকে কবর দিতে এসেছিল
দু জোয়ান >>> বুড়ির কবর খননকারী
পরশু সর্দার >>> দিগম্বরীর স্বামী
দিগম্বরীর লেখককে >>> বৃদ্ধার মৃত্যুর খবর দেয়।
📚 মাসি-পিসি গল্পরে গুরুত্বপূর্ণ চরিত্র 📚
আহ্লাদি >>> যাকে কেন্দ্র করে গল্পের ঘটনা
মাসি >>> আহ্লাদির মাসি
পিসি >>> আহ্লাদির পিসি
জগু >>> আহ্লাদির স্বামী
কৈলাস >>> আহ্লাদির গ্রামের ছেলে।
রহমান >>> কথকের মথায় খড় চাপাচ্ছিল.
তার মেয়ে স্বামীর নির্যাতনে শ্বশুর বাড়িতে মারা যায়
গোকুল >>> জগুর জমির হস্তগতকারী এবং জগুর স্ত্রী আহ্লাদির প্রতি যার কু নজর ছিল
কানাই >>> চৌকিদার
বৈদ্য ওসমান >>> গায়ের গুন্ডা
যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না
0 মন্তব্য(গুলি):
Post a Comment