জীবনে সফল হতে হলে নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবে। কখনও হাল ছেড়ে দিওনা, কারণ একবার হাল ছেড়ে দিলে তুমি অার কখনো সে কাজে সফল হতে পারবে না। অার একটা কথা কোন কাজ একবার করতে না পারলে, বারং বার চেষ্টা করবে। একবার না পারিলে দেখ শত বার পারিব না এই কথাটি বলিও না অার

HSC/ALIM Bangla 1st paper গুরুত্বপূর্ণ চরিত্র

HSC/Alim
#Bangla_1st

📚 অাহবান গল্পে গুরুত্বপূর্ণ চরিত্র 📚

গোপাল>>>লেখক, গল্প কথক

চক্কোত্তি মশাই >>> লেখকের বাবার পুরাতন বন্ধু

নাত জামাই >>> বুড়ির একমাত্র রক্ত সম্পর্কীয় অাত্বীয়

জ্ঞাতি খুড়ো >>>লেখকের অাত্বীয়, তার বাসায় লেখক থাকতেন

জমির  >>> বুড়ির স্বামী (পশায় করাতি)

হাজরা ব্যাটার বউ  >>> বুড়ির পাতানো মেয়ে

অাবেদালি >>> লেখকের সহপাঠি

গনি >>> অাবেদালি ছেলে

শুকর মিয়া >>> লেখককে বুড়ির কবরে মাটি দিতে বলেছিল

অাবদুল, নসর >>>বুড়িকে কবর দিতে এসেছিল

দু জোয়ান >>> বুড়ির কবর খননকারী

পরশু সর্দার  >>> দিগম্বরীর স্বামী

দিগম্বরীর লেখককে >>> বৃদ্ধার মৃত্যুর খবর দেয়।

📚 মাসি-পিসি গল্পরে গুরুত্বপূর্ণ চরিত্র 📚

আহ্লাদি  >>> যাকে কেন্দ্র করে গল্পের ঘটনা

মাসি >>> আহ্লাদির মাসি

পিসি >>> আহ্লাদির পিসি

জগু >>>  আহ্লাদির স্বামী

কৈলাস >>> আহ্লাদির গ্রামের ছেলে।

রহমান >>> কথকের মথায় খড় চাপাচ্ছিল.
তার মেয়ে স্বামীর নির্যাতনে শ্বশুর বাড়িতে মারা যায়
গোকুল >>> জগুর জমির হস্তগতকারী এবং জগুর স্ত্রী আহ্লাদির প্রতি যার কু নজর ছিল

কানাই >>> চৌকিদার

বৈদ্য ওসমান >>>  গায়ের গুন্ডা

যদি ভালো লাগে লাইক  কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না

Share:

0 মন্তব্য(গুলি):

Hamidnewblogsite.com. Powered by Blogger.

Labels

Recent Posts

Unordered List

Pages

Theme Support