জীবনে সফল হতে হলে নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবে। কখনও হাল ছেড়ে দিওনা, কারণ একবার হাল ছেড়ে দিলে তুমি অার কখনো সে কাজে সফল হতে পারবে না। অার একটা কথা কোন কাজ একবার করতে না পারলে, বারং বার চেষ্টা করবে। একবার না পারিলে দেখ শত বার পারিব না এই কথাটি বলিও না অার

পৃথিবী (ধ্বংসের) কিয়ামতের উল্লেখযোগ্য কিছু অালামত:

১/  সময় সংকির্ণ হয়ে যাবে,
২/ ইলম উঠিয়ে নেয়া হবে,
৩/ ফিৎনা-ফাসাদ বৃদ্ধি পাবে,
৪/ কৃপণতা দেখা দিবে,
৫/ সর্বত্র সামাজিক দ্বন্দ্ব বিশৃঙ্খলা ও খুন-খারাবি ব্যাপকভাবে দেখা দিবে,
৬/ হত্যাকারী বলতে পারবে না,  কেন সে হত্যা করল,
৭/ নিহত ব্যক্তি জানতে পারবে না কেন সে নিহত হল,
৮/ মানুষ হবে পশু-পাখির ন্যায় জ্ঞানহীন,
৯/ জ্ঞানহীন মানুষগুলা নেতা হবে, বোকা জ্ঞানহীন ও ইতর শ্রেণীর মানুষ,
১০/ ভাল নেককার লোকেরা পর্যায়ক্রমে একের পর এক চলে যাবে,
১১/ অামানত বিনষ্ট হবে ( কাজের দায়িত্ব অনুপযুক্ত লোককে দেয়া হবে),
১২/ দাসী অাপন মণিবকে জম্ম দেবে, 
১৩/ মানুষ উচুঁ উচুঁ অট্টালিকা প্রাসাদ তৈরি করে পরস্পর অহংকার করবে,
১৪/ প্রায় ত্রিশজন মিথ্যাবাদী নিজেকে নবী বলে দাবি করবে,
১৫/ ভূমিকম্প বেড়ে যাবে,
১৬/ মানুষের অর্থ সম্পদ বেড়ে যাবে,
১৭/ মুসলিরা ইহুদীদের সাথে যুদ্ধে লিপ্ত হবে,
১৮/ রোমকদের সাথে মুসলিমদদের একটি সন্ধি চুক্তি হবে, এবং পরবর্তীতে তারা এই চুক্তি ভঙ্গ করবে,
১৯/ মদ পান বৃদ্ধি পাবে,
২০/ পুকুরের সংখ্যা কমে যাবে,
২১/ নারীর সংখ্যা বেশি হবে (৫০ জন নারীর পরিচালক হবে একজন পুরুষ),
২২/ ফোরাত নদীর তলদেশে রক্ষিত স্বর্ণের পাহাড় উন্মুক্ত হবে এবং এই সম্পদ নিয়ে ভয়াবহ লড়াই হবে ( শতকরা ৯৯ জন নিহত হবে),
২৩/ দুনিয়াবী লোভ লালসা বৃদ্ধি পাবে,
২৪/ শুধুমাত্র পরিচিত ব্যক্তিদের সালাম দিবে,
২৫/ মানুষ তার প্রতিবেশী,  তার ভাই ও তার পিতাকে হত্যা করবে,
২৬/ গাধার মতো রাস্তায় ( খোলা মাঠে) যিনায় লিপ্ত হবে,
২৭/ ধোয়া,  যা এক নাগাড়ে চল্লিশ দিন পূর্ব হতে  পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকবে,
২৮/ ইসা ইবনে মারইয়াম (অাঃ) অাকাশ হতে অাবতরণ করবে,
২৯/ অারব উপদ্বীপে ভূমি ধস হবে,
৩০/ ইয়াজুজ-মাজুজ বেড়ে যাবে,
৩১/ ইয়ামেন হতে এক অাগুন বের মানুষকে সমবেত করবে,
৩২/ দাজ্জালের অাবির্ভাব হবে,
৩৩/ পশ্চিম দিক হতে সূর্য উদিত হবে,

দলিল: (১-৫:  বুখারী,  মুসলিম ; মিশকাত হা: ৫১৫৬/৬-৮ : বুখারী,
মুসলিম; মিশকাত হ: ৫১৫৭/৯:
ইবনে মাজাহ: ৩৯৫৯/১০:
বুখারী, মিশকাত হা: ৫১৩০/১১:
বুখারী, মিশকাত হা: ৫২০৫/ ১২-১৩:
বুখারী, মুসলিম,  মিশকাত হা: ২/১৪-১৬:
বুখারী, মুসলিম,  মিশকাত হা: ৫১৭৭/১৭:
মুসলিম, মিশকাত হা: ৫১৮০/১৮:
বুখারী, মিশকাত হা: ৫১৮৬/১৯-২১:
বুখারী,মুসলিম,  মিশকাত হা: ৫২০৯/ ২৩: সিলসিলা ছহীহা: ৩১৮৫/২৬:
মুসলিম, মিসকাত ৫২৩০/৩২-৩৩:
বুখারী, মুসলিম,  মিশকাত হা: ৫২৩৩:

Share:

0 মন্তব্য(গুলি):

Hamidnewblogsite.com. Powered by Blogger.

Labels

Recent Posts

Unordered List

Pages

Theme Support