জীবনে সফল হতে হলে নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবে। কখনও হাল ছেড়ে দিওনা, কারণ একবার হাল ছেড়ে দিলে তুমি অার কখনো সে কাজে সফল হতে পারবে না। অার একটা কথা কোন কাজ একবার করতে না পারলে, বারং বার চেষ্টা করবে। একবার না পারিলে দেখ শত বার পারিব না এই কথাটি বলিও না অার

জিজ্ঞাসা-উত্তর 3 পর্ব


   প্রশ্ন: অামার বিবাহ হয়েছে চার বচর হয়েছে হল। অামাদের হামীম নামে এক বছরের ছেলে অাছে। এখন প্রশ্ন হলো,  অামার স্বামী অামার প্রথম বিবাহ বার্ষিকীতে অামাদের যুুগল ছবি পত্রিকায় প্রকাশ হয়েছিল। এখন অামাদের ছেলের ছবি ছাপাতে চাচ্ছেন।  ছেলের জম্ম বার্ষিকী ও অামাদের বিবাহ বার্ষিকী নিয়মিত পালন করতে চাচ্ছেন।  অামার স্বামী যা করছেন বা চাচ্ছেন,  তা করা যাবে কি না করলে পাপ হবে কিনা?

উত্তর: কারো জম্ম বার্ষিকী বা মৃত্যু বার্ষিকী কিংবা বিবাহ পালন কোন বিধান ইসলামে নেই..
বরং এগুলো বিধর্মী ও বিজাতীয় প্রথা।  তাই অাপনাদের বিবাহ বার্ষিকী বা অাপনার ছেলের জম্ম বার্ষিকী পালন কোনটা কার জায়েয হবে না। তা করলে বিধর্মীদের অনুকরণ যা গুনাহের কাজ অার এ উপলক্ষে প্রত্রিকায় অাপনাদের ছবি ছেলের ছবি ছাপানো ও যায়েজ হবে না।
তাই এ থেকে অাপনাদের সম্পূর্ণরুপে বিরত থাকা কর্তব্য।
[হাওয়াল : সুরাহ মায়িদাহ,  ৩/
মিশকাত শরিফ,  ৩৮৫
অাহসানুল ফাতওয়া, ১ : ৩৬২]</h6>

<h5>জিজ্ঞাসা: যারা প্রতি বছর দেশে  কুরবানি দিয়েছেন,  কিন্তু এবার তারা হজ্জে গিয়েছেন, কুরবানির সময় তারা মক্কায় থাকবেন। এ সময়ে দেশে ও কি তাদের নামে কুরবানি দিতে হবে?</h5>

<h6>উত্তর : শরিয়তের বিধান  মতে, একজন মুকিম ব্যক্তির সম্পদ পৃথিবীর যেকোন দেশে থাককু না কেন, তা নিসাব পরিমাণ হলে তার ওপর কুরবানি ওয়াজিব হবে। সুতরাং যারা হজ্জ্বে গিয়েছে তাদের ব্যাপারে মাসয়ালা হলো -তারা যদি সেখানে কুরবানিরর সময় মুুকিম হয় অর্থাৎ তারা যদি ওই সময়ে মক্কা অারাফাহ মিনা মুযদালিফাহ মিলিয়ে ১৫ দিন বা তার ছেয়ে বেশি দিন থাকার নিয়ত করেন, তাহলে তারা মুকিম। এ অবস্হায় তারা কিরান বা তামুত্তু হজ্জ্ব করলে, তাদের মোট দুটি কুরবানি দিতে হবে :
একটি হজ্জ্বের বিশেষ কুরবানি অপরটি নিজের সম্পদের কুরবানি। তারা ইচ্ছে করলে এ দুটি মক্কাতে করতে পারেন।
অথবা ইচ্ছে করলে হজ্বে কুরবানি মক্কাতে অার নিজের কুরবানি তিনি নিজ দেশে ও করতে পারেন। 
অার যারা মক্কা, অারাফাহ,  মিনা, মুযদালিফাহ সহ মোট ১৫ দিন কম থাকার নিয়ত করে। তারা মুসাফিরই থেকে যাবে। তাই কুরবানির সময় তার উপর কুরবানি ওয়াজিব নয়। তারা শুধু মক্কায় হজ্জ্বে কিরান বা তামত্তু করলে,  শুধু মক্কায় হজ্জ্বের দমে শোকর অাদায় করবেন।<h6>
[হাওয়ালা:ফাতাওয়া শামী,  ৬:৩১১
ফাতাওয়া অালম গীরী, ৫: ২৯১]

ঈদের নামাযের পূর্বে কুরবানি দেওয়া প্রসঙ্গে......

জিজ্ঞাসা : ঈদের নামাযের পূর্বে কুরবানি করা কি জায়েজ অাছে কি?
যদি কোন এলাকায়


প্রশ্ন: অামার বিবাহ হয়েছে চার বচর হয়েছে হল। অামাদের হামীম নামে এক বছরের ছেলে অাছে। এখন প্রশ্ন হলো,  অামার স্বামী অামার প্রথম বিবাহ বার্ষিকীতে অামাদের যুুগল ছবি পত্রিকায় প্রকাশ হয়েছিল। এখন অামাদের ছেলের ছবি ছাপাতে চাচ্ছেন।  ছেলের জম্ম বার্ষিকী ও অামাদের বিবাহ বার্ষিকী নিয়মিত পালন করতে চাচ্ছেন।  অামার স্বামী যা করছেন বা চাচ্ছেন,  তা করা যাবে কি না করলে পাপ হবে কিনা?

উত্তর: কারো জম্ম বার্ষিকী বা মৃত্যু বার্ষিকী কিংবা বিবাহ পালন কোন বিধান ইসলামে নেই..
বরং এগুলো বিধর্মী ও বিজাতীয় প্রথা।  তাই অাপনাদের বিবাহ বার্ষিকী বা অাপনার ছেলের জম্ম বার্ষিকী পালন কোনটা কার জায়েয হবে না। তা করলে বিধর্মীদের অনুকরণ যা গুনাহের কাজ অার এ উপলক্ষে প্রত্রিকায় অাপনাদের ছবি ছেলের ছবি ছাপানো ও যায়েজ হবে না।
তাই এ থেকে অাপনাদের সম্পূর্ণরুপে বিরত থাকা কর্তব্য।
[হাওয়াল : সুরাহ মায়িদাহ,  ৩/
মিশকাত শরিফ,  ৩৮৫
অাহসানুল ফাতওয়া, ১ : ৩৬২]

   

Share:

0 মন্তব্য(গুলি):

Hamidnewblogsite.com. Powered by Blogger.

Labels

Recent Posts

Unordered List

Pages

Theme Support