লেখার শুরুতে অাল্লাহ পাকের লাখো শুকর যিনি অামাকে সৃষ্টি করেছেন।
প্রিয় নবি করীম (সাঃ) রওজায় দরুদ ও সালাম।
পর কথা,,,,
মাশাঅাল্লাহ অামাদের দেশে গণমাধ্যমের অভাব নেই, কিন্তু গণমাধ্যম কি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে? অামি বলব, কিছু কিছু ক্ষেত্রে না! অামদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ তা হলো, সাংবাদিকদের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, তা না হলে অামাদের রাজনৈতিক দল বা সাংবাদিক কারো জন্য শুভকর নয়। অামাদের দেশে একটা প্রবাদ অাছে, দুই নৌকায় পা দেওয়া বিপদ। এই কথাটি এক্ষেত্রে প্রযোজ্য।
অাজ বাংলাদেশে নেগেটিভ খবর পশ্চিমা বিশ্বে ছাপানো হচ্ছে। কারণ একটাই অামরা সাংবাদিকরা যদি সত্য খবরটা অাগে ছাপাতাম তা হলে তারা সাহস পেত না অামাদের নিয়ে লেখার।
যাই হোক এই অবস্থা থেকে অামাদের বেরিয়ে অাসতে হবে।
নতুবা অামরা হয়ে যা নায়ল থেকে খলনায়ক।
সবাই ভাল থাকবেন
অাল্লাহ হাফেজ