জীবনে সফল হতে হলে নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবে। কখনও হাল ছেড়ে দিওনা, কারণ একবার হাল ছেড়ে দিলে তুমি অার কখনো সে কাজে সফল হতে পারবে না। অার একটা কথা কোন কাজ একবার করতে না পারলে, বারং বার চেষ্টা করবে। একবার না পারিলে দেখ শত বার পারিব না এই কথাটি বলিও না অার

গণমাধ্যম

লেখার শুরুতে অাল্লাহ পাকের লাখো শুকর যিনি অামাকে সৃষ্টি করেছেন।
প্রিয় নবি করীম (সাঃ) রওজায় দরুদ ও সালাম।

পর কথা,,,,
মাশাঅাল্লাহ অামাদের দেশে গণমাধ্যমের অভাব নেই, কিন্তু গণমাধ্যম  কি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে? অামি বলব,  কিছু কিছু ক্ষেত্রে না! অামদের অনেক  জায়গায় উন্নতি করতে হবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ তা হলো,  সাংবাদিকদের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে,  তা না হলে অামাদের রাজনৈতিক দল বা সাংবাদিক কারো জন্য শুভকর নয়।  অামাদের দেশে একটা প্রবাদ অাছে,  দুই নৌকায় পা দেওয়া বিপদ। এই কথাটি এক্ষেত্রে প্রযোজ্য। 

অাজ বাংলাদেশে নেগেটিভ খবর পশ্চিমা বিশ্বে ছাপানো হচ্ছে।  কারণ একটাই অামরা সাংবাদিকরা যদি সত্য খবরটা অাগে ছাপাতাম তা হলে তারা সাহস পেত না অামাদের নিয়ে লেখার।

যাই হোক এই অবস্থা থেকে অামাদের বেরিয়ে অাসতে হবে।
নতুবা অামরা হয়ে যা নায়ল থেকে খলনায়ক। 

সবাই ভাল থাকবেন
অাল্লাহ হাফেজ

Share:

মধ্যম অায়ের দেশ কি কাগজে কলমে?

কোন একটি দেশ কখন উন্নত হয়? যখন মানুষের অার্থিক অবস্হা ভাল হয়, জিবন মান উন্নয়ন হয়।
অাপনাদের একটা ছোট্র উদাহরণ দিচ্ছি,  অামাদের সাথে থাকত, বলতে পারেন রুমমেট নাম শাকাওয়াত ভদ্র, নম্র তবে তার একটা গুণ ছিল তা হলো ধৈর্য। সে ভাবে না কারো টাকা মেরে বড়লোক হতে।
অামি একবার তাকে ঠাট্টা করে বললাম পড়া-লেখা চাকরি বাকরি না করে বন্দুক একটা নিয়ে ব্যাংক লুট করলে'ত সারা জিবন বসে বসে খেতে পারবি,  সে অামাকে উত্তরে বলল, মানুষ সফল না হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে তবে অামার মতে, লোভ মানুষ সফল না হওয়ার অন্যতম কারণ। কারণ অাজ অামি লোভের কারণে চুরি করলাম কাল অামি ডাকাতি করব,  পরশু দিন অামি কাউকে খুন করব না যে, সে কি গ্যারান্টি?  তার উত্তর শুনে ভাবলাম অামাদের দেশের প্রতিটি মানুষের মনে এই ভয়টা থাকত তাহলে অাজ দেশটা কোথায় গিয়ে দাড়াত!

মুল কথায় অাসি,  সে একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি অর্নাস ৩ বর্ষে পড়ে, বাবা অনেক অাগে মারা গেছে। তারা দু'ভাই।

বড় ভাইটা বিয়ের পর অালাদা হয়ে গেছে, অসুস্থ মা গ্রামে থাকত,  তাই মাকে মাসে মাসে টাকা পাঠাতে হত, তার পাঠানো টাকায় মায়ের সংসার চলে। প্রথমে সে টিউশনি করাত দেখতেছে টিউশনির টাকা দিয়ে তার নিজের খরচ মিটচে না। চাকরির সাথে দু'একটা টিউশনি করাচ্ছে ।
রুমের ভাড়া প্রায় ৩০০০+ টাকা তার নিজের খরচ বাদ দিয়ে তার কাছে সামান্য টাকা থাকত, যা তার মায়ের কাছে পৌছার অাগে শেষ হয়ে যেত।  জনম দুঃখী মা মুখ খুলে কিছুই বলত না, কারণ একমাত্র ছেলেটিও  যদি হারিয়ে যাই! সুতরাং শুধু এটা উদাহরণ নয়। এরকম  অাপনি অামার সমানে হাজার হাজার উদাহরণ,  কিন্তু অামরা বাঙ্গালী জাতি যতক্ষণ না নিজের উপর ৩৬০ ডিগ্রি অাসছে না, কতক্ষণ নাকে সরিষের তৈল দিয়ে ঘুমাই অার রাস্তায় হাটার সময় চশমা লাগাই হাটিঁ। এ হল অামাদের গুণ।
প্রত্যেক সরকারের স্লোগান থাকে তদ্রূপ বর্তমান সরকার এর বাইরে নয়।

Share:

বিশ্বের বিখ্যাত খালসমুহ


Hamidnewblogsiteblogspot.com
খাল দৈর্ঘ্য প্রস্ত গভীরতা উদ্বোধন
গ্রান্ড খাল (চীন) ১১২৭ কিঃমিঃ ৭ শতকে
গোটাখাল (সুইডেন) ১৮৫ কিঃমিঃ ১৪ মিটার ৩ মিটার ১৮৩২ সাল
সুয়েজ খাল(মিশর) ১৬২ কিঃমিঃ ৬০ মিটার ১০.৩৬ মিটার ১৮৭৯ সাল
পানাম খাল (অামেরিকা) ৮১ কিঃমিঃ ৯১ মিটার ১৪ মিটার ১৯১৩ সাল
এলকট্রেড খাল (জার্মানি) ৬৬ কিঃমিঃ ২২ মিটার ৪.৬ মিটার ১৯৮০ সাল
ম্যানচেস্টার খাল (ইংল্যান্ড) ৫৭ কিঃ মিঃ ৩৭ মিটার ৯ মিটার ১৯৯৪ সাল
উইল্যান্ড খাল( কানাডা) ৪৩ কিঃমিঃ ৬১ মিটার ৮ মিটার ১৮৮৭ সাল
প্রিন্সেস জুলিয়ানা খাল (হল্যান্ড) ৩২ কিঃমিঃ ১৬ মিটার ৫ মিটার ১১৩৫ সাল
আমষ্টারডাম খাল (হল্যান্ড) ২৬.৫৫ কিঃমিঃ ২৭ মিটার ৭ মিটার ১৮৭৬ সাল
কিয়েল খাল (জার্মানি) ২৫.৭৫ কিঃমিঃ ৪৬ মিটার ১৪ মিটার ১৮৯৪ সাল
Share:

World Muslims Football player


Hamidnewblogsiteblogspot.com
খেলোয়াড় দেশ ক্লাব
Frank Ribery France Bayern Munich
Samir Nasri France Manchester City
Sami Khedira Germany Real Madrid
Mesut Ozil Germany Arsenal
Yaya Toure Ivory Coast Manchester City
Kolo Toure Ivory Coast LiverPool
Edin Dzeko Bosonia and Herzegovina Roma
Karim Benzema France Real Madrid
Mehdi Benati Morocco Bayern Munich
Hakan Calhanoglu Turkey Bayer Leverkusen
Emre Can Germany Liverpool
Papiss Cisse Senegal Newcastle United
Abou Diaby France Olympuique de Marseille
Munir El Haddadi Spain Barcelona
Sofiane Feghouli Algeria Valencia
Marouane Fellaini Belgium Manchester United
Adem Ljajic Serbia Roma
Share:

বিশ্বের রাজনৈতিক হত্যাকান্ড


Hamidnewblogsite.blogspot.com
ব্যক্তি পদবী তারিখ
অাব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ১৫ই এপ্রিল, ১৮৬৫
ফ্রান্সিস ফান্ডিল্যান্ড অস্ট্রিয়ার যুবরাজ ২৮ জুন ১৯১৪
জেমস.এ.গ্যার ফিল্ড যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ২ জুৃলাই ১৮৮১
নিকোলোস দ্বিতীয় রাশিয়ার প্রেসিডেন্ট ১৬ জুৃলাই ১৯১৮
ম্যাককিনলী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৬ সেপ্টেম্বর ১৯০১
লিয়াকত অালী খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ১৬ অক্টোবর ১৯৫১
ফজল ইরাকের বদশা ১৩ জুৃলাই, ১৯৫৮
লুমুম্বা কঙ্গোর প্রধানমন্ত্রী ১৭ জানুয়ারি, ১৯৬৩
মহাত্মা গান্ধী ভারতের জনক ৩০ জানুয়ারি, ১৯৪৮
অাব্দুল করিম হাশেম ইরাকের প্রধানমন্ত্রী ৮ ফেব্রুয়ারি,১৯৬০
জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ২২ নভেম্বর, ১৯৬৩
জিগমী দোরজি ভুটানের প্রধানমন্ত্রী ৫ এপ্রিল, ১৯৬৫
ডঃ মার্টিন লুতার কিং যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ জননেতা ৪ এপ্রিল, ১৯৬৮
ফয়সাল সৌদি আরবের বাদশা ২৫ মার্চ, ১৯৭০
শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ১৫ অাগষ্ট, ১৯৭৫
মোহাম্মদ অালী বাজাই ইরানের প্রেসিডেন্ট ৩০ অাগষ্ট, ১৯৮১
মুহাম্মদ দাউদ অাফগানিস্তানের প্রেসিডেন্ট ২৭ এপ্রিল, ১৯৭৮
মুহাম্মদ জাবেদ কামোনার ইরানের প্রধানমন্ত্রী ৩০ অাগষ্ট, ১৯৮১
অানোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট ৬ অক্টোবর, ১৯৮১
জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ৩০ মে, ১৯৮১
ইন্দারা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর, ১৯৮৪
ওলফ পাসেল সুইডেনের প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুআরি, ১৯৮৬
রাজিব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ২১ মে, ১৯৯১
মোহম্মদ বোদীয়াফ অালজেরিয়ার প্রেসিডেন্ট ২৯ জুন, ১৯৯২
রানাসিঙ্গ প্রেমদাসা শ্রীলংকা প্রেসিডেন্ট ১ মে, ১৯৯৩
হ্যাবহিমাবিমানা রুয়ান্ডার প্রেসিডেন্ট ৭ এপ্রিল, ১৯৯৪
এন্টারাইয়ামিয়া বুরুন্ডীর প্রেসিডেন্ট ৭ এপ্রিল, ১৯৯৪
অাইজ্যাক রবিন ইসরায়েলের প্রেসিডেন্ট ৪ নভেম্বর, ১৯৯৫
জিয়াউল হক পাকিস্তানের প্রেসিডেন্ট ১৯৮৮
লুইস কার্লোস কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী ১৯৮৯
লর্ড মাউট ব্যাটেন বৃটিশ ভারতের শেষ ভাইসর ২৭ অাগষ্ট, ১৯৭৯
সলোমন বন্দনায়েক শ্রীলংকার প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর, ১৯৫৯
কামাল জুলুমত লেবাননের ধর্মীয় নেতা ১৯৭৭
Share:

World Cup Cricket


Hamidnewblogsite.blogspot.com
বিশ্বকাপ সাল ভেন্যু চ্যাম্পিয়ন রানার্স অপ
প্রথম বিশ্বকাপ ১৯৭৫ ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
দ্বিতীয় ১৯৭৯ ইংল্যান্ড ইয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
তৃতীয় ১৯৮৩ ইংল্যান্ড ভারত ইয়েস্ট ইন্ডিজ
চতুর্থ ১৯৮৭ ভারত ও পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড
পঞ্চম ১৯৯২ অস্ট্রিেলিয়া পাকিস্তান ইংল্যান্ড
ষষ্ঠ ১৯৯৬ পাকিস্তান,ভারত ও শ্রীলংকা শ্রীলংকা অস্ট্রেলিয়া
সপ্তম ১৯৯৯ ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান
অষ্টম ২০০৩ দক্ষিণ অাফ্রিকা অস্ট্রেলিয়া ভারত
নবম ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া শ্রীলংকা
দশম ২০১১ বাংলাদেশ,ভারত ও শ্রীলংকা ভারত শ্রীলংকা
একাদশ ২০১৫ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
Share:

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল (মহাসচিব)


Hamidnewblogsite.blogspot.com
নাম দেশ কার্যকাল
ট্রিগভেলী নরওয়ে ১৯৪৬-৫৩
দ্যাগ হেমারশোল্ড সুইডেন ১৯৫৩-৬১
উ-থান্ট মায়ানমার ১৯৬১-৭১
কুট ওয়ার্ল্ডহেইম অষ্টিয়া ১৯৭২-৮১
জ্যাভিয়ার পেরেজ দ্যা কুয়েলার পেরু ১৯৮২-৯১
ডঃ বুট্রোস ঘালি মিশর ১৯৯২-৯৬
কফি অানান ঘানা ১৯৯৭-০৬
বান কি মুন দক্ষিণ কুরিয়া ২০০৭-বর্তমান
Share:

দেওয়ানবাগীর ১৯ টি অজানা কাহিনী

দেওয়ানবাগের ভন্ড পীরের ১৯ টি লোমহর্ষক অজানা তথ্য :

১/  দেওয়ানবাগী  স্বপ্নে দেখেন ঢাকা এবং ফরিদপুরের মধ্যবর্তী স্হানে এক বিশাল বাগানে ময়লার স্তূপের উপর বিবস্ত্র অবস্হায় নবীজির প্রাণহীন দেহ পড়ে অাছে। ( নাউজুবিল্লাহ)
মাথা দক্ষিণ দিকে পা উত্তর দিকে প্রসারিত।  বাম পা হাটুতে ভাঁজ হয়ে খাড়া অাছে। অামি উদ্ধারের জন্য পেরেশান হয়ে গেলাম। তাঁর বাম পায়ের  হাঁটুতে অামার ডান হাত দিয়ে স্পর্শ করার সাথে দেহে প্রাণ ফিরে এল এবং তিনি অামাকে বললেন, "হে ধর্মের পর্ণজীবনদানকারী, ইতিপূর্বে অামার ধর্ম পাঁচবার পূর্ণজীবন লাভ করেছে। "(সুত্র : রাসুল কি সত্যিই গরিব ছিলেন- দেওয়ানবাগ থেকে প্রকাশিত)

২/ একদিন ফজরের পর মুরাকাবাত অবস্হায় অামার তন্দ্রা এসে যায়। অামি তখন লুঙ্গি-গেঞ্জি পরিহিত অবস্হায় রওজা শরিফে দেখতে পাই। দেখি রওজা শরীফের উপর শুকনা পাতা এবং অগাছা জন্মে প্রায় এক পুট পুরু হয়ে গেছে। অামি অারো  লক্ষ করলাম,  রওজা শরিফে শায়িত মহামানবের  মাথা মোবারক পূর্ব দিকে মুখমন্ডল দক্ষিণ দিকে ফিরানো।  এই  অবস্হা দেখে অামি অাপসোস  করতে লাগলাম। এমন সময় পাতার নিচ থেকে উঠে এসে  এ মহামানব বসলেন। তার বুক পযর্ন্ত পাতার উপর বের হয়ে পড়ে। তিনি অামার দিকে তাকিয়া বললেন, অাপনি দয়া করে অামার রওজা পরিষ্কার করে দেবেন  না? অামি বললাম জী,দেব।  তিঁনি বললেন  তাহলে দিন না। এভাবে বারবার তিনবার বলায় অামি এক একটা করে পাতা পরিষ্কার করে দিই। এরপর অামার তন্দ্র ভেঙ্গে যায়। ( সুত্র রাসুল কি সত্যিই গরিব ছিলেন- দেওয়ানবাগ থেকে প্রকাশিত।)

৩/ দেওয়ানবাগী এবং তার মুরিদদের মাহফিলে স্বয়ং অাল্লাহ, সমস্ত নবী, রাসুল (সাঃ),  ফেরেস্তা,  দেওয়ানবাগী ও তার মুর্শিদচন্দ্রপাড়ার মৃত অাবুল ফজলসহ সমস্ত ওলি অাওলিয়া,  এক বিশাল ময়দানে সমবেত হয়ে সর্বসম্মতিক্রমে দেওয়ানবাগীকে মোহাম্মদী ইসলামের প্রচারক নির্বাচিত করা হয়। অতঃপর অাল্লাহ সবাইকে নিয়ে এক মিছিল বের করে।  মোহাম্মদী ইসলামের চারটি পতাকা চার জনের - যথাক্রমে অাল্লাহ, রাসুল, দেওয়ানবাগী এবং তার পীরের হাতে ছিল।।  অাল্লাহ, দেওয়ানবাগী ও তার পীর প্রথম সারিতে ছিলেন।  বাকীরা সবাই পিছনের সারিতে ছিল।  অাল্লাহ নিজেই স্লোগান দিয়েছিলেন" মোহাম্মদী ইসলামের অালো _ ঘরে ঘরে জ্বালো।
( সুত্র সাপ্তাহিক দেওয়ানবাগী পত্রিকা-১২/০৩/৯৯)   সকল   সকল 

Share:

Ban vs Zim T20 Series 2016

             Ban vs Zim
      1st T20 15 January

           Ban vs Zim
  2nd T20 17 January

          Ban vs Zim
   3rd T20 20 January

          Ban vs Zim
   4th T20 22 January

Share:

Bangladesh T20 world cup 2016


Hamidnewblogsit.blogspot.com
Date against Team Time
4 March Zimbabwe 6 PM
6 March Hong Kong 6 PM
9 March Nederland 6 PM
11 March Ireland 6 PM
13 March Oman 6 PM
Share:

তেলাপোকা চিৎপটাং হয় কেন?

আমরা অনেক  সময় দেখি,ঘরের মেঝেতে কোনো  চিৎপটাং অবস্হায়  পড়ে আছে।এটা তাদের আত্মরক্ষার একটি কৌশল। তেলাপোকাকে মারার জন্য তাড়া করলে তারা এ কান্ড করে।কিছুদূর দৌড়ে গিয়ে পেছনের পায়ের আঁকশি দিয়ে ধাক্কা মেরে এক ডিগবাজিতে ১৮০ ডিগ্রি ঘুরে একেবারে উল্টো হয়ে পড়ে থাকে।তখন মনে হয় তেলাপোকা যেন মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল।কারণ, তার বাদামি রঙের খোলসটি  আড়ালে চলে যায়। সম্পূর্ণ ব্যাপারটা এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ সময়ের মধ্যে  ঘটে যায়।এত দ্রুত পটকান খেতে গিয়ে  তার শরীরের ওপর মাধ্যাকর্ষণ জনিত শক্তির তিন থেকে পাঁচগুণ বেশি  চাপ পড়ে।ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের একজন বিঞ্গানি এটির উপর গবেষণা  করে তেলাপোকার এই অসাদারণ কৌশলটি লক্ষ্য করেছেন।তক্ষক জাতীয় প্রাণীও এ কোশলটি জানে। দেখা গেছে ওরাও আক্রান্ত হলে চিৎপটাং হয়ে  নিজেদেরকে চোখের পলকে উধাও করে ফেলে।

Share:

দশটি সুরাহর দশটি উপকারিতা

প্রসিদ্ধ মুপাসসির হযরত মাওলানা জালালুদ্দিন সুয়ূতী ( রহ.) বলেন,  দশটি সুরাহ দশটি জিনিস হতে রক্ষা করে। যথা-

১/ সুরাহ ফাতিহা অাল্লাহর গজব হতে রক্ষার কারণ।

২/ সুরা ইয়াসিন কিয়ামতের দিন পিপাসার্ত হওয়া থেকে রক্ষার মাধ্যম।
৩/  সুরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্হা হতে রক্ষা মাধ্যম হবে।

৪/ সুরা ওয়াকি'অা  দরিদ্রতা হতে রক্ষার কারণ হয়।

৫/ সুরা মুলুক কবরের অাযাব হতে রক্ষার মাধ্যম হবে।

৬/  সুরাহ কাওসার শত্রুর অনিষ্ঠ হতে রক্ষণ হয়।

৭/  সুরাহ কাফিরুন মৃত্যুর সময় কুফরি হতে রক্ষারর কারণ হয়।

৮/ সুরাহ ইখলাস মুনাফিকি হতে রক্ষার কারণ হয়।

৯/  সুরাহ ফালাক হিংসুকের হিংসা হতে রক্ষার কারণ হয়।

১০/  সুরা নাস যাবতীয় ওয়াসওসা হতে রক্ষার কারণ।

Share:

কতিপয় ভৌগোলিক উপনাম

ভাটির দেশ→ বাংলাদেশ
মসজিদের শহর→ ঢাকা (বাংলাদেশ) 
পঞ্চনদের দেশ→ পাঞ্জাব ( পাকিস্তান) 
মন্দিদের শহর→ বেনারস( ভারত)
ভূ- স্বর্গ→ কাশ্মীর
বজ্রপাতের দেশ→  ভূটান

ইউরোপের রুগ্ন মানুষ→ তুরস্ক
পবিত্র দেশ→ ফিলিস্তীন
পবিত্র ভূমি→ জেরুজালেম

সাদা হাতির দেশ→ থাইল্যান্ড
পান্নার দ্বীপ→ আয়ারল্যান্ড
ইউরোপের  ককপিট→ বেলজিয়াম

চির শান্তির শহর→রোম ( ইতালি)
আগুনের দ্বীপ→  আইসল্যান্ড
নীল নদের দান → মিশর

Share:

হিন্দু শিক্ষককে সালাম বা নমস্কার বলা প্রসঙ্গে

প্রশ্নঃ অামি একজন মুসমান। অামি কলেজে পড়ালেখা করি। অামাদের কলেজে  অধিকাংশ  শিক্ষক হিন্দু।  অামি কি তাদেরকে নমস্কার দিতে পারব???

উত্তরঃ মুসলমান হলে তাকে সালাম দিতে হবে। অমুসলিম হলে তাকে সালাম দেয়া যাবে না। কারো সাক্ষাতে নমস্কার বলা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রীতি বিধায় তা অনুসরণ করা মুসলমানদের জায়িয নয়।
তাই অাপনি অাপনার শিক্ষকগণকে  সালাম বা নমস্কার কিছুই বলতে পারবেন না। তবে "স্যার! অাপনি  কেমন অাছেন?" " স্যার! অাপনি ভাল অাছেন?" ইত্যাদি ভাষায় কুশল বিনিময় করতে পারেন।

[মিশকাত শরীফ ৩৯৭]

Share:

Blog Archive

Hamidnewblogsite.com. Powered by Blogger.

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

Pages

Theme Support