প্রশ্নঃ অামি একজন মুসমান। অামি কলেজে পড়ালেখা করি। অামাদের কলেজে অধিকাংশ শিক্ষক হিন্দু। অামি কি তাদেরকে নমস্কার দিতে পারব???
উত্তরঃ মুসলমান হলে তাকে সালাম দিতে হবে। অমুসলিম হলে তাকে সালাম দেয়া যাবে না। কারো সাক্ষাতে নমস্কার বলা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রীতি বিধায় তা অনুসরণ করা মুসলমানদের জায়িয নয়।
তাই অাপনি অাপনার শিক্ষকগণকে সালাম বা নমস্কার কিছুই বলতে পারবেন না। তবে "স্যার! অাপনি কেমন অাছেন?" " স্যার! অাপনি ভাল অাছেন?" ইত্যাদি ভাষায় কুশল বিনিময় করতে পারেন।
[মিশকাত শরীফ ৩৯৭]
0 মন্তব্য(গুলি):
Post a Comment