প্রসিদ্ধ মুপাসসির হযরত মাওলানা জালালুদ্দিন সুয়ূতী ( রহ.) বলেন, দশটি সুরাহ দশটি জিনিস হতে রক্ষা করে। যথা-
১/ সুরাহ ফাতিহা অাল্লাহর গজব হতে রক্ষার কারণ।
২/ সুরা ইয়াসিন কিয়ামতের দিন পিপাসার্ত হওয়া থেকে রক্ষার মাধ্যম।
৩/ সুরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্হা হতে রক্ষা মাধ্যম হবে।
৪/ সুরা ওয়াকি'অা দরিদ্রতা হতে রক্ষার কারণ হয়।
৫/ সুরা মুলুক কবরের অাযাব হতে রক্ষার মাধ্যম হবে।
৬/ সুরাহ কাওসার শত্রুর অনিষ্ঠ হতে রক্ষণ হয়।
৭/ সুরাহ কাফিরুন মৃত্যুর সময় কুফরি হতে রক্ষারর কারণ হয়।
৮/ সুরাহ ইখলাস মুনাফিকি হতে রক্ষার কারণ হয়।
৯/ সুরাহ ফালাক হিংসুকের হিংসা হতে রক্ষার কারণ হয়।
১০/ সুরা নাস যাবতীয় ওয়াসওসা হতে রক্ষার কারণ।
0 মন্তব্য(গুলি):
Post a Comment