আমরা অনেক সময় দেখি,ঘরের মেঝেতে কোনো চিৎপটাং অবস্হায় পড়ে আছে।এটা তাদের আত্মরক্ষার একটি কৌশল। তেলাপোকাকে মারার জন্য তাড়া করলে তারা এ কান্ড করে।কিছুদূর দৌড়ে গিয়ে পেছনের পায়ের আঁকশি দিয়ে ধাক্কা মেরে এক ডিগবাজিতে ১৮০ ডিগ্রি ঘুরে একেবারে উল্টো হয়ে পড়ে থাকে।তখন মনে হয় তেলাপোকা যেন মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল।কারণ, তার বাদামি রঙের খোলসটি আড়ালে চলে যায়। সম্পূর্ণ ব্যাপারটা এক সেকেন্ডের পাঁচ ভাগের এক ভাগ সময়ের মধ্যে ঘটে যায়।এত দ্রুত পটকান খেতে গিয়ে তার শরীরের ওপর মাধ্যাকর্ষণ জনিত শক্তির তিন থেকে পাঁচগুণ বেশি চাপ পড়ে।ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের একজন বিঞ্গানি এটির উপর গবেষণা করে তেলাপোকার এই অসাদারণ কৌশলটি লক্ষ্য করেছেন।তক্ষক জাতীয় প্রাণীও এ কোশলটি জানে। দেখা গেছে ওরাও আক্রান্ত হলে চিৎপটাং হয়ে নিজেদেরকে চোখের পলকে উধাও করে ফেলে।
Home »
» তেলাপোকা চিৎপটাং হয় কেন?
0 মন্তব্য(গুলি):
Post a Comment