কয়েকদিন পূর্বে খেলার আসরে আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে ব্রীজ খেলার অনুষ্ঠান করা হয়েছিল।
ব্যক্তিগত ভাবে আমি এসব খেলতাম না।
আমার পরিচিতা স্বর্ণ কেশি নামক একটি মেয়েও সেখানে আমন্ত্রিত হয়েছিল।
নাওয়েল টমাস রেডিওয় যোগ দেবার পূর্বে তার ম্যানেজার ছিলাম,
সেটা সে জানত।
সে আমার সঙ্গে ইউরোপের নানান জায়গায় ঘুরেছে এবং বানিয়ে কিছু বলবার ক্ষমতা, যা লোকের কাছে গ্রহণযোগ্য, তা সে জানত।
সেইজন্য মেয়েটি আমাকে বলল, ওহ, মিঃ কার্ণেগী,
আপনার দেখা কিছু সুন্দর ঘটনার কথা আমাকে বলুন।
কথা বলতে আমরা সোফায় গিয়ে বসলাম।
একসময় মেয়েটি জানাল, সে তার স্মামীর সঙ্গে অাফ্রিকা ঘুরে এসেছে। আমি উচ্ছ্বসিত হয়ে বলে উঠলাম- আফ্রিকা কি চমৎকার!
আমিও আফ্রিকাতে যেতে চেয়েছিলাম, কিন্তু অ্যালজিয়ার্সে চব্বিশ ঘন্টা কাটানোর পর সময় হয়ে ওঠেনি।
আমি তাকে জিঞ্জাসা করলাম বড় শিকারের খোজেঁ গভীর তারা প্রবেশ করেছিল কিনা?
তার কাছে আফ্রিকার গল্প শুনতে চাইছিলাম।
মেয়েটি আমার কাছে একবারও জানতে চাইল না যে,
আমি কোথায় কোথায় গিয়েছলাম? পরিবর্তে মেয়েটি তার ভ্রমণ বৃত্তান্ত বেশ আত্মগর্ব সহকারে বলতে থাকল।
মিনিট পঁয়তাল্লিশ পর তার বক্তব্য শেষ হল।
আমার মতো আগ্রহী শ্রোতা কে পেয়ে সে গর্ববোধ করল।
মেয়েটির এধরনের আচরনে আশ্চর্য হবার কোন কারণ নেই।
Home »
» কথা বলে কিভাবে মানুষের মন জয় করবেন (ডেল কার্ণেগী)
0 মন্তব্য(গুলি):
Post a Comment