ফেরআঊন - কন্যার ছিল এক বাঁদী।তাহার যাবতীয় খেদমতের ভার উক্ত বাঁদীর উপরই ন্যস্ত ছিল।সে গোপনে আল্লাহর নবী হযরত মূসার উপর ঈমান রাখিত।ফেরআঊনের বয়ে সে তাহা কখনো প্রকাশ করিত না।একদা সে শাহজাদীর চুল আঁচড়াইতে ছিল।এমন সময় তাহার হাত হইতে চিরুণী মাটিতে পড়িয়া যায়।মাটি হইতে উহা উঠাইবার সময় বিসমিল্লাহ্ বলিল।শাহজাদী হইা শুনিয়া চমকিত হইল।জিজ্ঞাসা করিলঃতুই কি বলিলি,ইহা কাহা নাম? উত্তরে বাঁদী বলিলঃআমি তাঁহারই নাম স্মরণ করিয়াছি যিনি এই নিখিলের স্রষ্টা।তোমার পিতার সৃষ্টিকর্তা এবং বাদশাহীদাতা।বাদশাহ্জাদী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল,আমার পিতার চেয়েও কি কে
0 মন্তব্য(গুলি):
Post a Comment