বিবি হাজেরা হযরত ইব্রারাহীম খালীলুল্লাহর সহধমির্ণী ও হযরত ইসমাঈল (আঃ) এর মাতা।
হযরত ইসমাঈল (আঃ) তখন দুগ্ধপোষ্য শিশু।এই সময় আল্লাহু তাআলার ইচ্ছা হইল:
তিনি হযরত ইসমাঈলের সন্তান-সন্ততিগনের মাধ্যমে দিগন্ত বিস্তৃত মরুময় মক্কাভূমিকে বস্তিতে পরিণত করিবেন।তাই তিনি প্রিয় নবি হযরত ইবরাহীমকে হুকুম করিলেন বিবি হাজেরা ও তাঁহার দুধের সন্তানকে ভয়াবহ মরু ময়াদানে ছাড়িয়া অাসিতে।
হযরত ইব্রাহীম (অাঃ) অাল্লাহর অাদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। ছাড়িয়া অাসিলেন বিবি হাজেরাকে তাঁহার দুধের সন্তানসহ নির্জন মরু-ময়দানে.
রাকিয়া অাসিলেন তাঁহাদের জন্য এক মশক পানি ও এক তলি খোরমা।
আসিবার সময় বিবি হাজেরা (আঃ) জিজ্ঞাসা করিলেনঃ ওহে খালীলুল্লাহ্। আমার প্রাণের স্বামী, আমাদিগকে একাকী কোথায় ছাড়িয়া যাইতেছে? উত্তরে হযরত ইবরাহীম (আঃ) নিরুত্ত রহিলেন। বিবি হাজেরা কাতর স্বরে গদগদ কন্ঠ পুনরায় জিজ্ঞাসা করিলেনঃ তবে ইহা কি আল্লাহর আদেশ?
0 মন্তব্য(গুলি):
Post a Comment