১। (হিন্দু-খ্রীষ্টান প্রভৃতি অমুসলমানগণ মুসলমান না হইলেও তাহারা মানুষ। কাজেই মানুষহ হওয়ার কারণে তাহাদেরও হক আছে। তাহাদের হক এই যে, অন্যায়ভাবে কাহারও জানে কষ্ট দিবে নাবা কাহারও মালের কোন করিবে না। ২। অন্যায়ভাবে কাহাকেও মন্দ বলিবে না বা গালি দিবে না বা কাহারও সহিত খামাখা ঝগড়া করিবে না। ৩। কাহাকে খাওয়া-পরার অভাবে বা রোগের যন্ত্রণায় কষ্টভোগ করিতে দেখিলে বা বিপদগ্রস্ত দেখিলে বা আগুনে পুড়িতে বা পানিতে ডুবিতে দেখিলে তাহার জান- মাল বাঁচাইয়া দিবে, কষ্ট দরূ করিয়া দিবে। ৪। শরীঅতের আইন অনুসারে কেহ শাস্তির উপযুক্ত হইলে ন্যায্য শাস্তি দিবে, অন্যায়ভাবে বিচা র করিবে না বা শাস্তি দিবে না।
0 মন্তব্য(গুলি):
Post a Comment