কম্পিউটার কি?
Computer শব্দটির সাধারণ অর্থ হচ্ছে গণক যন্ত্র। ল্যাটিন শব্দ Computer থেকে ইংরেজি কম্পিউটার শব্দের উৎপত্তি।
কম্পিউটার শব্দটির অর্থ গণনার বা হিসাব নিকাশকরা।
কম্পিউটারে সাহায্যে মুলতঃ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদির কার্যবলী সম্পাদন করা যায়। কিন্তু বর্তমানে কম্পিউটারের বহুমুখী ব্যবহারের ফলে কম্পিউটারের সংঙ্গা অনেক ব্যাপকতা লাভ করেছে। কোন সীমিত সংঙ্গা দিয়ে অার কম্পিউটারকে গন্ডিবদ্ধ করা যায় না।
*কম্পিউটারের অাবিষ্কারক কে?*
বিশিষ্ট বিজ্ঞানী ব্রিটিশ গণিতবিদ চার্লস ব্যাবেজ অাধুনিক কম্পিউটারেরর মুলনীতি নির্ধারণ করেন।
বৈজ্ঞানিক প্রযুক্তি অভাবে ব্যাবেজের এই মুলনীতি বাস্তবায়ন করা সম্বব
হয়নি। তবুও তার এই যুগান্তকরী চিন্তা ভাবনা এবং প্রচেষ্টার জন্য তাকে অাধুনিক কম্পিউটারের জনক বলা হয়। ১৮৮৭ সালে হারমন হলেরিথ অামেরিকার অাদমশুমারীর কাজ দূত দ্রুত সম্পাদনের জন্য চার্লস ব্যাবেজের মুলনীতি নিয়ে গবেষণা শুরু করেন। পরে ১৯১১ সালে দু'টি ভিন্ন কোম্পানির সহযোগীতায় তিনি কম্পিউটিং, টেবুলেটিং ও রেকর্ডিং কোম্পানি প্রতিষ্টা করেন। যা বিশ্ব বিখ্যাত IBM ( International Business Machine) -এ রুপান্তরিত করেন।
কম্পিউটার এর গঠন প্রণালীঃ
Computer মুলতঃ তিনটি অংশে বিভক্ত যেমনঃ
১. Input Device. উদাহরণঃ কী-বোর্ড ,মাউস, জয়স্টিক, গ্রাফিক্স প্যাড, স্কানার ইত্যাদি।
২. Central Processing Device (CPU)
৩. Output Device. উদাহরণ. মনিটর, প্রিন্টার স্পিকার প্রভৃতি।
ডিজিটাল কম্পিউটারের গঠন প্রণালীঃ
0 মন্তব্য(গুলি):
Post a Comment