জীবনে সফল হতে হলে নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবে। কখনও হাল ছেড়ে দিওনা, কারণ একবার হাল ছেড়ে দিলে তুমি অার কখনো সে কাজে সফল হতে পারবে না। অার একটা কথা কোন কাজ একবার করতে না পারলে, বারং বার চেষ্টা করবে। একবার না পারিলে দেখ শত বার পারিব না এই কথাটি বলিও না অার

কিভাবে Shortcut virus delete করবেন অাক্রান্ত Computer থেকে


শর্টকাট ভাইরাস  ডিলিট করতে  যা প্রয়োজন :

1. কি বোর্ডের CTRL+SHIFT+ESC  চাপুন।

2. Process ট্যাবে যান।

3. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
4. End process এ ক্লিক করুন।
5. এবার অাপনার কম্পিউটারের C:/  ড্রাইভে যান।
7. সার্চ বক্সে Wscript নামের সব ফাইলগুলো  SHIFT+DELETE দিন।

8. যে ফাইলগুলো ডিলিট হচ্ছে না সেইগুলো স্কিফ করে দিন।
9. Now Run এ  যান।
10. Wscript. exe লিখে ENTER চাপুন।
11. Stop cript after specified number of second : এ 1 দিয়ে Apply করুন।
ব্যাস হয়ে গেল কম্পিউটার শর্টকার্ট ভাইরাসমুক্ত
Share:

0 মন্তব্য(গুলি):

Blog Archive

Hamidnewblogsite.com. Powered by Blogger.

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

Pages

Theme Support