বিলকস ছিলেন সাবা রাজ্যের বাদশাহ্। হযরত সােলায়মান (আঃ) কে এক হুদহুদ জানোয়ার খাবর দিল, সে এক স্ত্রী বাদশাহকে দেখিয়াছে যে, সে সর্য পূজা করিয়া থাকে। সোলায়মান (আঃ) উক্ত স্ত্রী বাদশাহর নিকট পত্র লিখিলেন। উক্ত জানোয়ারের মারফতই তিনি পত্র প্রেরণ করিলেন। পত্র লিখা ছিল, তোমার অনায়াসে মুসলমান হইয়া আমার নিকট উপস্হি হও।
0 মন্তব্য(গুলি):
Post a Comment